Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-মনোনীত প্যানেল থেকে অংশ নেওয়া চারজন নারী প্রার্থীর সবাই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রজ্ঞাপন আকারে প্রকাশের পর ফলাফলের বিস্তারিত বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন সুখীমন খাতুন। তিনি পেয়েছেন চার হাজার ৪৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেলের মো. মাশফিকুল ইসলাম রাইন পেয়েছেন তিন হাজার ১৭৬ ভোট। এ পদে ভোটের ব্যবধান দাঁড়ায় এক হাজার ৩৫০।

আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নওশিন নাওয়ার জয়া। তিনি পেয়েছেন চার হাজান ৫০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী অপু মুন্সি পেয়েছেন দুই হাজার ৩১৬ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার (অরিন)। তিনি পেয়েছেন তিন হাজার ৮৫১ ভোট। একই পদে জয়ী হয়েছেন ইনকিলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব শান্তা আক্তার, যিনি পেয়েছেন তিন হাজার ৫৫৪ ভোট।

উল্লেখ্য, জকসু নির্বাচনের মোট ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদসহ ১৬টি পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে শিবির-সমর্থিত প্যানেল। অপরদিকে ছাত্রদল ৪টি পদে এবং একজন স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়লাভ করেছেন।