Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। তবে এই বিপুল জয়ের ভিড়েও ৫টি পদে শেষ হাসি হেসেছেন ভিন্ন মতাদর্শের প্রার্থীরা। এর মধ্যে চারটি পদে জয় পেয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এবং একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

 

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ গুরুত্বপূর্ণ ১৬টি পদেই শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেন। তবে সম্পাদকীয় তিনটি ও কার্যনির্বাহী সদস্যের দুটি পদে ভিন্ন ফলাফল দেখা গেছে।

 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, পরিবহন সম্পাদক এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক এই তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল।

 

এর মধ্যে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৫ হাজার ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তাকরিম আহমেদ। পরিবহন সম্পাদক পদে ৪ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মাহিদ হোসেন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের ৭টির মধ্যে ৫টিতে শিবির জয় পেলেও দুটিতে ভিন্ন প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে সদস্য পদে ৩ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে ৩ হাজার ১২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. জাহিদ হাসান।

অন্যদিকে নির্বাচনে মূল তিনটি পদেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শিবির। সহসভাপতি (ভিপি) পদে মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুদ রানা।