Image description

উগ্রবাদীদের দাবির পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই ইস্যুতে শুরু থেকেই বিসিসিআইয়ের সিদ্ধান্তের পক্ষে কথা বলছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

 

অনেকে প্রশ্ন তুলেছেন—মোস্তাফিজ যদি কলকাতা নাইট রাইডার্সে খেলতে না পারেন, তাহলে আইএলটি-টোয়েন্টিতে কীভাবে তিনি ও সাকিব আল হাসান খেললেন?

 

উল্লেখ্য, সাকিব আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে এবং মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এই দুই দলের মালিকানাতেই রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান।

তবে আকাশ চোপড়ার মতে, এই দুটি বিষয় এক নয়। ক্রেক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, অনলাইনের ট্রল বা কটাক্ষকে গুরুত্ব দিতে চান না, কারণ সেগুলো পরিচয়হীন। তার ব্যাখ্যা অনুযায়ী, আইএলটি-টোয়েন্টি ভারতের ঘরোয়া টুর্নামেন্ট নয়।

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্ক নিয়েও ভারত এখনো কোনো কঠোর অবস্থান নেয়নি। যেমন—দ্বিপাক্ষিক সিরিজ না খেলা বা বাংলাদেশের মাটিতে না যাওয়ার মতো সিদ্ধান্ত, পাকিস্তানের ক্ষেত্রে যেমন দেখা যায়, তেমন কিছু এখনো বাংলাদেশের জন্য প্রযোজ্য হয়নি।

 

আকাশ আরও বলেন, বিদেশি লিগে কী ঘটছে, তার দায় বিসিসিআই বা আইপিএলের নয়। তবে নিজেদের ঘরোয়া প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করার অধিকার বিসিসিআইয়ের রয়েছে। চাইলে তারা বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি কিংবা আইপিএলে কোনো খেলোয়াড়কে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভারত এখনো কোনো অবস্থান বদলায়নি এবং বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক আগের মতোই রয়েছে।

যদিও বাস্তবতা হলো, এসএ২০ বা আইএলটি-টোয়েন্টির মতো লিগেও সাধারণত পাকিস্তানি ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। সরাসরি ভারতীয় নিয়ন্ত্রণ না থাকলেও, এসব লিগে ভারতের পরোক্ষ প্রভাব যে রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই।