Image description
 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে শিবিরের সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীই জয়লাভ করেছেন। তারা হলেন নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। তারা দুইজনেই জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছে ২৯১৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৫৫৭ ভোট।

 

কার্যনির্বাহী সদস্য পদে  ৩৫৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন শান্তা আক্তার। তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মেহেদী হাসান ৩৪৪৮ ভোট পেয়ে চতুর্থতম এবং ৩৫৮৮ ভোট পেয়ে মো.আকিব হাসান দ্বিতীয় স্থান অর্জন করেন।

 

গত ৩০ নভেম্বর জকসু নির্বাচন স্থগিত হওয়ার দিন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিলে শান্তা আক্তারের  নারায়ে তাকবীর স্লোগানের পর সৃষ্ট ঝামেলার পর দেশব্যাপী আলোচিত হয়ে উঠেন তিনি। জকসু নির্বাচনে বিজয় অর্জন করার পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। 

প্রসঙ্গত, জকসুতে ২১ টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদ সহ ১৬ টি পদে জয়লাভ করেছেন শিবির প্যানেল। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ৪ জন ও স্বতন্ত্র ১ জন জয় পেয়েছেন।