আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের বাদ দিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে নূর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নুরুল হক নূর বলেন, ‘নির্বাচনী ময়দানে বেশিরভাগ স্থানে বিএনপির স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী দাঁড়িয়েছে, যা আমাদের এবং ভোটারদের বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি দূর করা জরুরি। আমরা প্রস্তাব দিয়েছি, বিদ্রোহীদের সরাসরি বহিষ্কার না করে আলাপ-আলোচনার মাধ্যমে যেন তাদের প্রার্থিতা ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ চেয়েছি।’
তিনি বলেন, ‘নির্বাচন হলেই যে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, তা ভাবার কোনো অবকাশ নেই। সংকটের গভীরে গিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তারেক রহমান যাতে রাজনৈতিক দলগুলোর এই ঐক্য ধরে রাখেন, সে বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি আরও উল্লেখ করেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজপথের মিত্রদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। বিশেষ করে ভোটের মাঠে শরিকদের মধ্যে কোনো ধরনের দূরত্ব যেন তৈরি না হয়, সেদিকে বিএনপির হাইকমান্ড নজর দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিন তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদানকারী নেতা রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঝিনাইদহ-৪ আসনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।