Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪৪২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ৩৮৪২ ভোট পেয়েছেন। ৩৫ কেন্দ্রের ফলাফলে রিয়াজুল ৫৮৩ ভোটে এগিয়ে আছেন।

 

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় সর্বশেষ ৩৩তম কেন্দ্র হিসেবে অর্থনীতি বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। এই কেন্দ্রে ভিপি প্রার্থী রিয়াজুল ১৭৭ ভোট আর রাকিব পেয়েছেন ১৩৩ ভোট।

নির্বাচন কমিশন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। তবে এখনো ৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৩টায়। এরপর দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে রাত সাড়ে ১২টার পর শুরু হয় ভোটগণনা। অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে ভোটগণনা করা হচ্ছে।