Image description

রাজধানীর গ্রিন রোডে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পরে কাজিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক।

ওই হাসপাতালের ডিউটি ম্যানেজার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

জানা গেছে, ওই হাসপাতাল থেকে অপর একটি হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ মুসাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে তার পরিবার।