Image description
Shafquat Rabbee Anik (শাফকাত রাব্বি অনিক)
 
একটা জরিপ এসেছে দেশের ৭০% মানুষ বিএনপিকে ভোট দেবে। এতো বেশি মানুষ বিএনপিকে ভোট দিলে প্রায় ২৭০-২৮০ এর বেশি সিট বিএনপি পাবে।
তবে এইটা ভালো কোয়ালিটির জরিপ বলে মনে হয় নাই বেশ কিছু টেকনিকাল কারণে।
 
এখানে আওয়ামীদের সাপোর্ট খুবই কম, উত্তর দিতে রাজি না হওয়া মানুষ কম, ভোট দেব না মানুষ কম, এবং বাকি সব জরিপ থেকে এই জরিপে বিএনপি জামাত ভোটের পার্থক্যও সব চাইতে বেশি। এই একাধিক প্যারামিটার মিলিয়ে জরিপটি একটা আউট-লাইয়ার হবার সম্ভাবনা আছে।
আমার ধারণা নির্বাচন বেশ টাইট হবে।
 
সব চাইতে বাজে হবে যদি বিএনপি নিজে জরিপটি সিরিয়াসলি নিয়ে ফেলে তাহলে।
এটাকে সিরিয়াসলি ধরে নিলে বিএনপি লেইজি পলিটিকস করবে ইলেকশনের আগে। মানে নির্বাচনে জিতেই গেছি ধরে নিয়ে অনেক বিএনপি ক্যান্ডিডেট "বসে" থাকবে, যা দৃষ্টি কটূ লাগতে পারে।
 
এমন জরিপ দেখে সমাজের সব মানুষ নির্বাচনের আগেই বিএনপি নির্বাচিত হয়ে গেছে ধরে নিয়ে বিএনপির পদ ধুলা নেওয়া শুরু করবে, যা দেখতেও খারাপ লাগবে।
সব চাইতে খারাপ হবে এমন জরিপ বিশ্বাস করে যদি ছোট দল গুলো এখন থেকেই নিরুৎসাহিত হয়ে যায় নির্বাচনের ব্যাপারে।
 
বিএনপির হাই কমান্ড এর উচিত হবে এসব জরিপ সম্পূর্ণ ইগনোর করে, প্রতিদিন নির্বাচনী ক্যাম্পেইন চালানো এমন ভাবে যে খুব কঠিন একটা নির্বাচন হতে যাচ্ছে।
জায়মা রহমানকে দিয়ে প্রতি সপ্তাহে একাধিক মিডিয়া এমন নির্বাচনী পথসভা করানো তার বাবার সাথে , যাতে তরুণ তরুণীদের মধ্যে উদ্দীপনা শুরু হয়।
অফিসে বসে বড় বড় মানুষদের সাথে মিটিং না করে, জিয়া পরিবারের উচিত হবে সমাজের ছোট ছোট মানুষদের তাদের ভিটে মাটিতে গিয়ে হাত ধরে কথা বলা।
একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের আমেজ মানুষকে বিএনপির দিতেই হবে যাতে করে সবার মধ্যে প্রতিযোগিতা করার ন্যূনতম একটা ইচ্ছা বেঁচে থাকে।
সেটা না থাকলে, যতো বড় বিজয়ই হোক, বিজয়ের সত্যিকারের মজা পাওয়া যাবে না।