বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে গিয়ে স্বাক্ষর করে করেন এবং স্বাক্ষর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
পরে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ৭টার পর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা এবং পরিস্থিতি নিয়ে আমরা প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করছি এবং পরামর্শ করছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আজকে আমার প্রাথমিক আলাপ হয়েছে।
ঢাবি ভিসি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা, সংহতি এবং শৃঙ্খলার ওপর জাতীয় নির্বাচনের অনেক প্রভাব এবং ইম্প্রেশন আছে। আমরা তার (তারেক রহমান) সহযোগিতা চেয়েছি। একই ধারাবাহিকতা আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গেও কথা বলব এবং তিনি সর্বাত্মাক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ড. নিয়াজ আহমদ খান আরো বলেন, ‘আমরা গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বড় মাপের সংস্কার করেছি। বড় কিছু ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়েছে। এগুলো সম্পর্কে তাকে আমরা ব্রিফ করেছি।’
তিনি বলেন, ‘আমরা চাই যে সমাজের সঙ্গেও বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো শক্তিশালী হোক।