Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রিপাবলিকান আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক বক্তৃতায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন। একই সঙ্গে তিনি মাদুরোর নাচ নিয়েও কটাক্ষ করেন এবং দাবি করেন, মাদুরো তাঁর নাচ নকল করেছেন।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য আসে। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেও মাদুরোর প্রকাশ্যে নাচ-গানের উপস্থিতি হোয়াইট হাউস কর্মকর্তাদের কাছে ভেনেজুয়েলা ইস্যুতে ‘কঠোর পদক্ষেপের সময় চলে এসেছে’—এমন বার্তা দেয়।

ওয়াশিংটনের কেনেডি আর্টস সেন্টারে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, মাদুরো মঞ্চে উঠে তাঁর নাচ অনুকরণ করার চেষ্টা করেছেন। এরপর তিনি আরো অভিযোগ করেন, মাদুরো একজন সহিংস নেতা, যাঁর কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্পের দাবি, কারাকাসের কেন্দ্রস্থলে একটি নির্যাতনকেন্দ্র পরিচালিত হতো, যা এখন বন্ধ করা হচ্ছে। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কীভাবে পরিচালনা করবে—সে বিষয়েও ট্রাম্প স্পষ্ট কোনো পরিকল্পনা তুলে ধরেননি। উল্লেখ্য, বামপন্থী নেতা মাদুরোকে ২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েনের সময় প্রায়ই “নো ওয়ার, ইয়েস পিস” স্লোগানের টেকনো সংস্করণে নাচতে দেখা গেছে। অন্যদিকে ট্রাম্প নিজেও তাঁর সমাবেশে জনপ্রিয় ডিস্কো গান “ওয়াইএমসিএ”-তে নাচেন ।

শনিবার মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করতে চালানো মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করলেও ট্রাম্পের বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল ২০২৬ সালের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি। ৭৯ বছর বয়সী ট্রাম্প নীতিগত অগ্রাধিকারের পাশাপাশি নিজের ভঙ্গিমা ও নাচের প্রসঙ্গও টেনে আনেন।

বক্তৃতায় তিনি নারী ও কিশোরীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রশাসনিক সিদ্ধান্ত প্রসঙ্গে অতিরঞ্জিত ভঙ্গিতে এক ট্রান্স ওজনোত্তোলকের অনুকরণ করেন। এ সময় তিনি বলেন, তাঁর স্ত্রী এসব ভঙ্গিমা পছন্দ করেন না এবং একে ‘অ-প্রেসিডেনশিয়াল’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প আরো বলেন, তাঁর স্ত্রী তাঁর নাচও পছন্দ করেন না। এ সময় তিনি রসিকতার ছলে প্রশ্ন তোলেন, সাবেক প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টকে নাচতে কল্পনা করা যায় কি না। উল্লেখ্য, রুজভেল্ট পোলিও আক্রান্ত হয়ে জীবনের শেষ ভাগে শারীরিকভাবে অক্ষম ছিলেন।

বক্তৃতায় ট্রাম্প ২০২০ সালের নির্বাচনের ফল নিয়ে তাঁর বিতর্কিত দাবিও পুনরায় তুলে ধরেন এবং সতর্ক করেন, মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ডেমোক্র্যাটরা আবার তাঁকে অভিশংসনের চেষ্টা করতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় জড়িত প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করেছিলেন।
শীর্ষনিউজ