Image description

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল ইমরান। তবে অভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এই জুলাই যোদ্ধা। ২৫বার অস্ত্রোপচার ও দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হলেও এখনা ভয়াবহ যন্ত্রণা আর কষ্ট থেকে মুক্তি মেলেনি স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা এই তরুণের। 

আজ শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগেযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে আব্দুল্লাহ আল ইমরানের হাসাপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরানো একটি ভিডিও শেয়ার করেন নাছির উদ্দীন নাছির। ভিডিওর ক্যাপশনে তিনি ইমরানে  জন্য উন্নত ও কার্যকর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান সরকারের কাছে। একই সঙ্গে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। 

ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, জুলাই গণ–অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাসে এক জীবন্ত ক্ষত ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল্লাহ আল ইমরান। ১৯ জুলাই ২০২৪ তারিখে আমার পাশে দাড়িয়ে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাথে লড়াই করতে করতে  গুলিবিদ্ধ হয়ে থেমে গিয়েছিল তার তরুণ জীবন, স্বপ্ন, স্বাভাবিক হাঁটা, হাসি আর আগামীর সব পরিকল্পনা। আজ ১৭ মাস পেরিয়ে গেছে, কিন্তু ইমরান এখনও হাসপাতালের বিছানায় বন্দি। 

তিনি আরও লেখেন, বাংলাদেশে ইতিমধ্যে ২৫ বার অপারেশন হয়েছে, কিন্তু ভাগ্য যেন এখনও নিষ্ঠুর। কোনো  অগ্রগতি হয়নি, শুধু বেড়েছে যন্ত্রণার গভীরতা। শেষ আশায় সরকারি ব্যবস্থাপনায় তাকে থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত ফল আসেনি। ইমরান তীব্র ব্যথায় কাতরাচ্ছে, প্রতিটি মুহূর্ত যেন তার জন্য এক একটি যুদ্ধ। আজও ইমরান তীব্র ব্যথায় কাতরায়, প্রতিটি নিশ্বাস যেন তার জন্য এক একটি কষ্টের সাক্ষ্য। যে ছেলেটি একদিন মুক্ত বাংলাদেশের  স্বপ্ন দেখত, বন্ধুদের সঙ্গে হাসত, রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াত, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান তুলত,  আজ সে নিঃশব্দে সহ্য করছে অসহনীয় যন্ত্রণা। 

নাছির লেখেন, শুধু শরীর নয়, মানসিক অবসাদেও পিষ্ট হয়ে পড়েছে জুলাই গণ–অভ্যুত্থানের এই তরুণ যোদ্ধা। গুলির আঘাত তার শরীরকে পঙ্গু করেছে, আর দীর্ঘ ১৭ মাসের হাসপাতাল জীবন ধীরে ধীরে ভেঙে দিয়েছে মনোবলকেও।

সরকারের কাছে অনুরোধ জানিয়ে নাছির লিখেছেন, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, ইমরানের জন্য আরও উন্নত ও কার্যকর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সঙ্গে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করছি।

জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান অসংখ্য ছাত্রদল নেতাকর্মীর রক্ত, পঙ্গুত্ব, নিঃশেষ হয়ে যাওয়া তারুণ্য দাবি করে নাছির লেখেন, জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থান কোনো একক ঘটনার ফল নয়; এর পেছনে রয়েছে ইমরানের মতো অসংখ্য ছাত্রদল নেতাকর্মীর রক্ত, পঙ্গুত্ব, নিঃশেষ হয়ে যাওয়া তারুণ্য। আল্লাহ যেন সবাইকে শক্তি দেন, আহতদের সুস্থতা দান করেন এবং এই ত্যাগকে ব্যর্থ হতে না দেন। আমিন।।