তিউনিশিয়ার ও ইসলামপন্থী আন নাহদা পার্টির নেতা ও কারাবন্দী সাবেক স্পিকার রশিদ ঘানুসির ছেলে বারা আল ঘানুসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীতে তাদের আকস্মিক সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি। এ সময় উভয়ে আগামীর চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে গভীর আলাপ করেন।
দুজনের সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করে এক ফেসবুক পোস্টে সিবগাতুল্লাহ লিখেছেন, রশিদ ঘানুসির ছেলে বারা আল-ঘানুসির সঙ্গে আকস্মিক সাক্ষাৎ, যা গভীর আলোচনাে রূপ নিয়েছে। এ সময় চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে কথা হয়। তিনি লিখেছেন, আরব বসন্তের পর তিউনিসিয়ায় ক্ষমতায় আসা রশিদ ঘানুসি আজও কারাগারের প্রাচীরের আড়াল থেকে আশাবাদ ছড়িয়ে দিচ্ছেন। হার হোক বা জিত— সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল।
সিবগাতুল্লাহর শেয়ার করা একটি ছবিতে বারা আল ঘানুসিকে শিবিরের পক্ষ থেকে সংগঠনটির প্রকাশিত ২০২৬ সালের একটি ডায়েরি উপহার দিতে দেখা যায়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইবরাহিমকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে ছবিতে থাকা অপর দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, তিউনিউসিয়ার ইসলামপন্থী আন নাহদা পার্টির নেতা রশিদ ঘানুসি আরব বসন্তের পরে দেশটির ক্ষমতার কাছাকাছি আসেন। দলটি সরকার গঠন করে এবং তিনি দেশটির জাতীয় সংসদের স্পিকার হন। তবে তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কায়েস সাঈদ ২০২১ সালে আন নাহদা নেতৃত্বাধীন পার্লামেন্ট ভেঙে দেন এবং নিজেকে রাষ্ট্রের সর্বেসর্বা হিসেবে ঘোষণা করেন। রশিদ ঘানুসি প্রেসিডেন্ট কায়েস সাঈদের কড়া সমালোচক ছিলেন। পরে ২০২৩ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হয়।