Image description

সদ্য বিদায়ী ২০২৫ সালে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহে এক অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। বছরজুড়ে প্রবাসীরা বৈধ পথে দেশে পাঠিয়েছেন প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। মূলত অর্থ পাচার বা হুন্ডি প্রবণতা কমে আসায় প্রবাসীরা তাঁদের কষ্টার্জিত আয় পাঠাতে বৈধ ব্যাংকিং পথ বেছে নিয়েছেন, যার সুফল হিসেবে এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে।

 

বার্ষিক প্রবৃদ্ধির চিত্র: বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩.৩৪ শতাংশ বেশি। ২০২৪ সালের পুরো বছরে দেশে প্রবাসী আয় এসেছিল ২৬.৬০ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালে এসে প্রায় ৩৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

মাসভিত্তিক রেকর্ড: ২০২৫ সালের ডিসেম্বর মাসেই দেশে এসেছে ৩.২২ বিলিয়ন ডলার। একক মাসের রেমিট্যান্স হিসেবে এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। উল্লেখ্য যে, এক মাসের হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩.২৯ বিলিয়ন ডলার।

 

ডিসেম্বরের তুলনামূলক বিশ্লেষণ: তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ডিসেম্বর মাসের রেমিট্যান্স প্রবৃদ্ধি ২০২৪ সালের একই মাসের তুলনায় ২২.৩০ শতাংশ বেশি। ২০২৪ সালের ডিসেম্বরে যেখানে ২.৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, সেখানে ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে ৩.২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।