Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীজুড়ে পটকা ও আতশবাজি ফোটাতে দেখা গেছে।

বুধবার মধ্যরাতে, ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই—২০২৬ সালকে স্বাগত জানাতে রাজধানীর প্রায় সব এলাকায় বিকট শব্দে পটকা ও আতশবাজি ফাটানো হয়। এতে ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে, সঙ্গে ছিল পটকার তীব্র শব্দ।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পটকা ও আতশবাজি ফোটানোয় পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোক পালনকালীন উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পাশাপাশি উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়।

তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় রাত ১১টা থেকেই পটকা ফাটানো শুরু হয়। এতে অনেক মানুষ বিরক্ত ও আতঙ্কিত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পটকার শব্দ শারীরিক ঝুঁকি তৈরি করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এই প্রতিবেদক ও সহকর্মীদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এবার ফানুস তুলনামূলকভাবে কম দেখা গেলেও আতশবাজি ও পটকার ব্যবহার ছিল চোখে পড়ার মতো।