Image description
 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবারের (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটির কারণে নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভা স্থগিত করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

 

কমিশন সূত্রে জানা গেছে, শোকাবহ পরিস্থিতি ও সরকারি ছুটির কারণে বুধবারের নির্ধারিত এই সভাটি করা সম্ভব হচ্ছে না। তবে স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুতই নির্ধারণ করে সদস্যদের জানিয়ে দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে এই কমিশন গঠন করেছিল এবং তাদের ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের প্রস্তাবনা: নবম পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড কমানো হবে কি না, তা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন মত নিয়ে চুলছেরা বিশ্লেষণ চলছে:

 

প্রথম প্রস্তাব: বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা।
দ্বিতীয় প্রস্তাব: বেতন বৈষম্য কমিয়ে আনতে গ্রেড সংখ্যা ২০টি থেকে ১৬টিতে নামিয়ে আনা।
তৃতীয় প্রস্তাব: আমূল পরিবর্তনের মাধ্যমে বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার সুপারিশ।

 

পে-কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রেড সংখ্যা বেশি হওয়ায় বিশেষ করে নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হচ্ছে। এই বৈষম্য দূর করে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরির লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও সংস্থার মতামত বিশ্লেষণ করা হচ্ছে। যদিও প্রতিবেদন তৈরির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।