বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শোকবার্তা পোস্ট করেছে তারা।
পোস্টটিতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত আরব প্রজাতন্ত্রী মিসরের দূতাবাস বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে।
শোক বার্তায় তারা আরো বলেছে, দেশের জন্য তার অগ্রণী নেতৃত্ব ও আজীবন সেবাকে তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শোকের এই সময়ে মিসর বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
এ ছাড়া ওই পোস্টে আরো বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিসর গভীর শোক প্রকাশ করেছে। তিনি একজন ঐতিহাসিক জাতীয় নেতা, যার নেতৃত্বে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন দেশের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করেছে।
এই শোকাবহ মুহূর্তে ঢাকায় অবস্থিত আরব প্রজাতন্ত্রী মিসরের দূতাবাস খালেদা জিয়ার পরিবারের প্রতি, পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।