আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটগত সমঝোতার অংশ হিসেবে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসন খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এতে করে ওই আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীর নির্বাচন কার্যত নিশ্চিত হলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান মুঠোফোনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিলেট-২ আসন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন ছাড় পাওয়ার প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী মঙ্গলবার রাত ৯টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে সিলেট-২ আসনে জামায়াতের পক্ষ থেকে অধ্যাপক আব্দুল হান্নান এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে মোহাম্মদ মুনতাসির আলী মনোনয়নপত্র জমা দেন। তবে শেষ পর্যন্ত জোটগত সমঝোতায় জামায়াত প্রার্থী সরে দাঁড়ানোয় মাঠে থাকছেন খেলাফত মজলিসের প্রার্থী।
অতীতে অধ্যাপক আব্দুল হান্নান দুইবার এবং মোহাম্মদ মুনতাসির আলী একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও কেউই সাফল্য পাননি। তবুও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই আসনে জামায়াত শক্ত অবস্থান তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
কিন্তু শেষ মুহূর্তে আসন ছাড় দেওয়ায় সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জন্য নির্বাচনী লড়াই তুলনামূলক সহজ হতে পারে—এমন ধারণা এখন রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে। স্থানীয় পর্যায়ে চায়ের দোকান থেকে রাজনৈতিক আড্ডা—সবখানেই এই সমীকরণ নিয়ে আলোচনা চলছে।