সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন তার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
মঙ্গলবার সকালে মতিন খানের নিজ বাড়ি কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে থাকা অবস্থায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পাওয়ার পরপরই তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েন। এ সময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। পরে তিনি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হোন।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা একজন আপসহীন নেত্রী, স্নেহময়ী মা ও অভিভাবককে হারালাম—যার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আল্লাহ তায়ালা আমার বসকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।