Image description

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী ও তার স্ত্রী রওশন আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। ফলে এই এলাকার মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে অনেকেই এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন।

বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং তার স্ত্রী রওশন আরা জেলা মহিলা দলের সভানেত্রী।

রওশন আরা বলেন, উনি (এস এম জিলানী) তো দলীয়ভাবে মনোনীত, আর আমি স্বতন্ত্র প্রার্থী। দুইটা তো আলাদা। উনি দলের প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী।

প্রার্থী হওয়ার অধিকার তো সবারই আছে। সময়ই বলে দেবে, আমি উনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব কি-না। তবে যদি সেই রকম পরিস্থিতি হয়, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব।
এস এম জিলানীর বরাত দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি এই ব্যাপারে এস এম জিলানীর সঙ্গে কথা বলেছি।

তিনি আমাকে জানিয়েছেন, প্রত্যেকের একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। অনেকে তো দল ত্যাগ করে নির্বাচন করেন। তবে যে কারণেই হোক, তিনি মনোনয়ন জমা দিয়েছেন। যদি শেষ সময় পর্যন্ত তিনি প্রত্যাহার না করেন, তবে দল থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।
 
তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী রওশন আরা আমাদের জেলা মহিলা দলের সভানেত্রী।


তিনি কেন মনোনয়ন জমা দিয়েছেন, তা আমার জানা নেই। প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি প্রত্যাহার না করেন, তাহলে পরবর্তীতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।