বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি নেত্রীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রে ফিরে পাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দেন।

পঞ্চম জাতীয় সংসদের আগের দিন, ১৯৯১ সালে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন দলটির নেতা খালেদা জিয়া। পাশে দাঁড়িয়ে তার বড় ছেলে তারেক রহমান।


বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঘড় আঘাত হানার পর সন্দ্বীপ পরিদর্শনের সময় তোলা খালেদা জিয়ার ছবি।

দলীয় বৈঠকে খালেদা জিয়া।

হাসপাতালে যাওয়া আসার পথে খালেদা জিয়া।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।