বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বেশিরভাগ বিশ্ব মিডিয়ায় প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে খবরটি। কোন কোন সংবাদমাধ্যম একাধিক প্রতিবেদনও করেছে খালেদা জিয়াকে নিয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখন পর্যন্ত দুটি প্রতিবেদন করেছে খালেদা জিয়াকে নিয়ে। একটির শিরোনাম-‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’ আরেকটি খবরের শিরোনাম- ‘খালেদা জিয়া : নিহত নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।’ প্রতিবেদন দুটিতে বেগম জিয়ার মৃত্যুর খবরের পাশাপাশি তার জন্ম, রাজনীতিতে প্রবেশ ও প্রথম প্রধানমন্ত্রী হওয়ার খবর গুরুত্ব পেয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও খালেদা জিয়াকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। একটির শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’ অপরটির শিরোনাম-‘খালেদা জিয়া : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী— ক্ষমতা ও প্রতিরোধে ভরা এক জীবন।’ খালেদা জিয়ার ব্যক্তি ও রাজনৈতিক জীবন বর্ণনা করে আল জাজিরা লিখেছে, রাজনীতিতে খালেদা জিয়ার প্রবেশ কোনও আগাম উচ্চাকাঙ্ক্ষা থেকে নয় বরং একটি গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েই ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’ প্রতিবেদনে বলা হয়েছে, বেগম জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রস্তুতি চলছিলো। প্রতিবেদনে, বেগম খালেদা জিয়ার জেল জীবন, গৃহবন্দি জীবন ও তার নেতৃত্বাধীন বিএনপির জনসমর্থন গুরুত্ব পেয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকেই সম্ভাব্য বিজয়ী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর গত সপ্তাহে দেশে ফেরার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স ।
মার্কিন বার্তাসংস্থা এপি’র শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’- এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও খালেদা জিয়াকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের শিরোনাম-‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘকালীন অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন।’
এছাড়া পাকিস্তানের জিও নিউজ, ভারতের আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমসসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ।