Image description
 

বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক মনোনয়ন তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। ইতোমধ্যে অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। কিছু আসনে সিনিয়র নেতাদের আসনেও বিকল্প প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবার বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ (গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট) আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা-১৭ আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে। আগে এই আসনে আন্দালিভ রহমান পার্থ মনোনয়ন নিয়ে প্রচার শুরু করেছিলেন, কিন্তু তিনি এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন।

ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপৎ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী মো. মাসুদুজ্জামানের অনীহার কারণে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালাম মনোনয়ন পেয়েছেন।

 

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনটি আগে ফাঁকা রাখা হলেও জোটে যোগ দেওয়ার পর বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করেছে। চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১০ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রার্থী হয়েছেন, আর চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

 

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের ঋণখেলাপি-সংক্রান্ত জটিলতার কারণে প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি মীর শাহে আলম। ব্রাহ্মণবাড়িয়া-৪, মুন্সিগঞ্জ-২ ও ৩, ঝিনাইদহ-১, নড়াইল-২, যশোর ও মাদারীপুর-১ আসনে দলীয় ও জোটগত সমীকরণের ভিত্তিতে নতুন প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ-৪ আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান মনোনয়ন পেয়েছেন।

সবমিলিয়ে, বিএনপি প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ সমন্বয় করে শেষ মুহূর্তে নির্বাচন প্রস্তুতি আরও জোরদার করেছে।