Image description

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বাদে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি রাত ৮টায় সমাপ্ত করার অনুরোধ জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অবরোধ কর্মসূচি রাত ৮টায় শেষ হবে এবং পরবর্তী কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংগঠনটি জানায়, ঢাকার বাইরে আন্দোলনকারী নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা, জনদুর্ভোগ কমানো এবং আন্দোলনের পরবর্তী ধাপকে আরও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার কৌশল থেকেই এই সিদ্ধান্ত।