জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সংগঠনটির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল। ফেসবুক পোস্টে নাহিদ নেতা মানার কারণ এবং দল হিসেবে এনসিপিকে নিয়েও কথা বলেছেন তিনি।
দিলশানা পারুল তার পোস্টে বলেছেন, ‘নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের। আরো স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন। ঠান্ডা তীব্র এবং unapologetic। ছাত্র বয়সে দল ছাড়ার পর গত ২০ বছরে কাউকে আমার নেতা মানি নাই। নাহিদ আমার নেতা। এটা শুধু আবেগ বা হূমজিক্যাল বিষয় না। এইটা জেনে বুঝে আমার রাজনৈতিক সিদ্ধান্ত।’
এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল তৈরি করার বিকল্প আমাদের সামনে নাই। বহু ব্যর্থতা আছে, বহু সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরও এটাও সত্যি এই দলটা দাঁড়িয়ে আছে, মাত্র দশ মাসে এই দলটা ইলেকশনে যাওয়ার মত সক্ষমতা অর্জন করেছে। আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের উপর আমার সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে। পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়?
পোস্টের শেষে দিলশানা পারুল আরও লেখেন, ‘We know what we are doing. NCP will prevail with all its power and shine’ ।