Image description

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাইনবোর্ডের মোড়ে অবরোধ করেন নেতাকর্মীরা। 

স্থানীয়রা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রবিবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে অবরোধ করেন।

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা সদস্য জাবেদ আলম জানান, আমরা শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এখানে অবস্থান গ্রহণ করেছি। আজ প্রায় ১০ দিন হয়ে গেছে, এখনো প্রশাসন ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব।

শিমরাইল হাইওয়ে পুলিশ ইনচার্জ জুলহাস কালের কণ্ঠকে জানান, তারা পূর্ব থেকেই এই কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছিল।


সেখানে আমাদের অফিসাররা কর্মরত আছে এবং তাদের অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।