ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ল্যাভরভ বলেন, ‘গাজা ও আশপাশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক অবিচারের প্রতিকার করা এবং এমন একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা, যা ইসরায়েলের সঙ্গে সহাবস্থান বজায় রাখবে।’
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার কারণে ভূমির বাস্তব পরিস্থিতির অস্থিতিশীলতা আরও তীব্র হচ্ছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এই মৌলিক সমস্যার সমাধান ছাড়া ফিলিস্তিনি ও ইহুদি জনগণের জন্য, এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতির জন্যও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের কল্পনাই করা কঠিন।’