বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ও ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি আয়োজিত আগামী জাতীয় নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভার শুরুতে বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবনী পাঠ করে তার শাহাদাত কবুলের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় চেয়ে দোয়া করা হয়।
মাহমুদুর রহমান বলেন, ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা হলো বাংলাদেশের জন্য অন্যতম এক চ্যালেঞ্জ। তারা চায় না বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমি অনেকবার বলেছি এটা নিয়ে অনেক সময় জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে। আমি বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি-ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিরুদ্ধে। তাই ভারত চায় না বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এটা বললে সবাই অবাক হয়ে যেত আপনি এটা কি বলছেন! আমি বলছি, নির্বাচন হয়ে গেলে এবং সত্যি সত্যি যদি জনগণের অভিপ্রায় এতে প্রতিফলিত হয়, তাহলে পরে সেই সরকারের সময় বাংলাদেশে ভারতীয় অপকর্মগুলো করা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক ভাবেও ভারত এর মধ্যে চাপে পড়বে। কাজেই বাংলাদেশে যদি একটা অস্থিরতা থাকে, তাহলে ভারতের জন্য সুবিধা।