Image description
 

জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

 

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের এ ঘটনা ঘটে। নৌ পুলিশ এসপি মুশফিকুর রহমান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বণিক বার্তাকে বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। আরো কয়েকজন আহত হয়েছেন। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

চাঁদপুর নৌবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, ঘন কুয়াশার কারণে গভীর রাতে মেঘনা নদীতে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। এ সময় জাকির সম্রাট লঞ্চের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করে বলতে পারছি না। দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।

 

জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।