ভোলার ঘোষেরহাট থেকে ঢাকায় আসছিল এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। ঘন কুয়াশার কারণে আনুমানিক রাত আড়াইটার দিকে হরিনা এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ ধাক্কা দেয় লঞ্চটিকে। মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এমভি জাকির সম্রাট।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহতদের ঢাকায় আনার পথে মারা যান আরও তিনজন। মরদেহগুলো নিয়ে আসা হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে। এসময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। নিহত চারজনই ভোলার বাসিন্দা।
এ ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়ে নৌ উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যে চালাচ্ছিল তার কোনো দোষ থাকতে পারে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ জানা যাবে। নিহতদের জন্য দেড় লাখ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়া হবে।
সকাল ৮টার আগে বাল্কহেড চললে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান উপদেষ্টা।
এদিকে, ধাক্কা দেয়া লঞ্চটিকে জব্দ করা হয় ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।