চট্টগ্রামের বাঁশখালীতে ফসলের মাঠে কাজে যাওয়ার সময় কুয়াশা ভেদ করে হাতির হামলায় কামাল হোসেন এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার শীলকুপের পাহাড়ি গহীন অরণ্যে নব্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৪০) উপজেলার চাম্বল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আসহাব মিয়ার ছেলে।
বাঁশখালী ইকোপার্কে রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, ইকোপার্কের অভ্যান্তরে নব্যার ঝিরি এলাকায় শুক্রবার ভোরে ক্ষেতে কাজ করতে গিয়ে কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যান কৃষক কামাল হেসেন। তাতে হাতির হামলায় ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, এই এলাকায় হাতির বিচরণ ক্ষেত্রে, কুয়াশার মধ্যে এ কৃষক পাহাড়ে গেলে হাতির সামনে পড়ে গেলে হামলার শিকার হন।