খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন আজ। নেত্রকোনার খ্রিস্টান অধুষিত এলাকা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিন উদযাপন।
বিরিশিরি এলাকার উৎরাইল ধর্মপল্লীতে রাতে প্রার্থনা হয়। প্রার্থনায় অংশ নিতে রাতে ও সকালে গীর্জায় সমবেত হন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় যীশু খ্রিস্ট সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এ পৃথিবীতে এসেছিলেন সেই বার্তা পৌঁছে দিয়ে সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন তারা। এরপর যীশুর জন্মের খবর দিতে রাতভর চলে বাড়িতে বাড়িতে কীর্তন।
বড়দিনে প্রতিটি গীর্জাগুলো বেলুন, ফুল, রঙ্গিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে মনোরম সাজে। গোয়াল ঘর জুড়ে রাখা হয়েছে শিশু যিশু খ্রিস্ট, মা কুমারী মেরি, যোশেফ, তিনজন পণ্ডিত, রাখাল। ঘরের ওপরে রয়েছে আলোকোজ্জ্বল তারা। একই ভাবে খ্রিস্টান ধর্মপল্লীর বাড়ি-ঘরও সাজানো হয়েছে বর্ণিল সাজে।
খ্রিষ্ট ধর্মাবলম্বীরা জানান, ‘বড়দিন আমাদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের দিনে আমাদের প্রার্থনা হলো, পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করি।’
বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷
কামরুল হাসান।
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাসহ জেলায় এ বছর ১৫০ টি গির্জায় বড়দিনের প্রার্থনা হচ্ছে।
শীর্ষনিউজ