Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর)। প্রায় এক মাসব্যাপী এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত, এদিন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় এই টি–টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দলগুলোর প্রস্তুতিও শেষ পর্যায়ে, সমর্থকদের মধ্যেও বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। 

যদিও এবারের আসরে মোট ৬টিই দল শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। আর তারকাবহুল স্কোয়াড ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় রোমাঞ্চ ছড়াচ্ছে প্রতিটি দলই।

এবারের বিপিএলের ম্যাচগুলো দেশের তিনটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম—এই তিন ভেন্যুতেই গড়াবে এবারের আসরের সব ম্যাচ।

এদিকে মাঠের উত্তেজনা ঘরে বসেও সরাসরি উপভোগ করার সুযোগ থাকছে। দর্শকদের কাছে বিপিএলের রোমাঞ্চ পৌঁছে দিতে দ্বাদশ আসরে একাধিক প্ল্যাটফর্মে সম্প্রচারের পূর্ণ ব্যবস্থা করেছে বিসিবি। টেলিভিশনের পাশাপাশি অনলাইনে মোবাইলেও দেখা যাবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ।

এবারের আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভি। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে সরাসরি স্ট্রিমিংয়ের মাধ্যমে বিপিএলের সব ম্যাচ দেখার সুযোগ থাকছে। স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ, যেকোনো ডিভাইস থেকেই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।