Image description
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উজ্জীবিত কুমিল্লা বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লা জেলা ও মহানগর থেকে শুরু করে প্রতিটি উপজেলার প্রত্যন্ত গ্রামে পর্যন্ত মিছিল সমাবেশে মুখরিত করে রাখছেন নেতাকর্মীরা। কুমিল্লা মহানগর ও জেলায় কয়েক দফায় হয়েছে প্রস্তুতি সভা।

 
 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, তারেক রহমানকে বরন করতে কুমিল্লার নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে । আমরা নির্দেশনা দিয়েছি যার মতো করে ঢাকায় অবস্থান করতে। ২৫ তারিখে জনসমুদ্র হবে ঢাকা।

 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান দৈনিক আমার দেশ কে বলেন, ১৭ বছর পর নেতা আসছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ‌। ইতিহাসের সাক্ষী হতে সবাই আগামীকাল সকাল থেকেই ঢাকায় রওনা হবে । ঢাকার ৩০০ ফিট এলাকায় আমরা নেতাকে বরণ করতে প্রস্তুত ।‌

 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লার প্রতিটি নেতাকর্মী আমাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে । আমি কবে তারেক রহমানকে সরাসরি দেখেছি মনে নেই । আমি আবেগে আপ্লুত আমাদের নেতা তারেক রহমানকে আমরা ২৫ তারিখ সরাসরি দেখতে পারবো । তুমি বাংলাদেশের আপামর জনগণের নেতা । আমাদের নেতা এখন থেকে সরাসরি আমাদের নেতৃত্ব দিবেন এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছুই নেই।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, কুমিল্লা মহানগর ও ১৭ টি উপজেলার থেকে লক্ষাধিক নেতাকর্মীদের নিয়ে ২৫ তারিখে ঢাকায় অবস্থান করব । প্রতিটি ইউনিটে প্রস্তুতি সভা করা হয়েছে। আজকেও অনেকে ঢাকা চলে গিয়েছে।