Image description

বগুড়া সদর ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিতে সম্মানজনক পদ না পাওয়া এবং পদবঞ্চিত হওয়ায় একদল নেতা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৩  ডিসেম্বর) দুপুরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় ছাত্রদল নেতারা বলেন, গত ২১ ডিসেম্বর বগুড়া সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদ দেওয়ায় এবং ত্যাগীদের মূল্যায়ন না করে চাকরিজীবী, ব্যবসায়ী, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পদধারী ব্যক্তিদের বিভিন্ন পদে বসানো হয়েছে। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিধায় তার প্রতি সম্মান জানিয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করবেন। 
তারা বলেন, এ সময়ের মধ্যে ঘোষিত কমিটি বিলুপ্ত করা না হলে একযোগে প্রায় অর্ধশতাধিক নেতা পদত্যাগ করে অনশন কর্মসূচি অব্যাহত রাখব।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরিফ, শাকিল আহম্মেদ, বাঁধন, মনিক, সাহেদ, রনি, সুইট, সিয়াম, সজিব, সবুজ, আশিক, আবু মালাম, অন্তু, আবু সালেক, বাঁধন, জাকির, মিল্লাদ ও রাহিপ।

এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, সদর উপজেলা কমিটিতে দলের ত্যাগীদেরকেই রাখা হয়েছে।

যারা আন্দোলন করছে তারাও ওই কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কারো প্রতি অন্যায় করা হয়নি।