Image description
 

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আক্তার আলী মোল্লা নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগারভিটায় ঘটনাটি ঘটে। আহত আক্তার হোসেন গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কর্মরত আছেন।

আহত আক্তার আলী মোল্লা বলেন, গল্লামারী সেতু থেকে মোটরসাইকেলে দুইজন পরিচিত সন্ত্রাসী আমাকে নিয়ে যায় বটিয়াঘাটা থানার দারোগাভিটার বিলের মাঝখানে। ওইখানে আগে থেকেই আরো চারজন সন্ত্রাসী উপস্থিত ছিল। তারা নেওয়া মাত্র ৪ হাত-পা ধরে চাপাতি দিয়ে দুই হাতের কবজি কেটে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে তার চিৎকারে আশপাশের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, যারা তাকে মেরেছেন সেই সন্ত্রাসীরা তার পূর্ব পরিচিত এবং তারা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন। সন্ত্রাসীরা মনে করেছিলেন মাদকের ব্যাপারে পুলিশকে সব কিছু জানিয়ে দিবে তাই এই ঘটনা ঘটায়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, একজনের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শীর্ষনিউজ