আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তে উলামার সঙ্গে আসন সমঝোতার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরই অংশ হিসেবে তাদেরকে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। সেজন্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনেও বিএনপির কোনো প্রার্থী থাকবে না। এই আসনটিতে নির্বাচন করার আগ্রহ আগেই জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা।
এদিকে, রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা জানিয়েছে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র তুলবেন। তবে আসন সমঝোতার অংশ হিসেবে এই আসনটিতে বিএনপির পক্ষ থেকে লড়বেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের জুনায়েদ আল হাবিব। দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচন করবেন তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, আমি তা-ই করি, এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করবো আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিতে বর্তমানে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোট আছে ২ লাখ ৮৮ হাজার ৬০৯টি, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ ও বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোট আছে ৫৭ হাজার ৭৪০টি।