প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেন।
সিইসি বলেন, উসমান হাদি শহীদ হয়েছেন তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের জন্য আমার আন্তরিক সমবেদনা।
তিনি বলেন, আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে।
সিইসি বলেন, ক্রান্তি লগ্নে আমাদের ওপরে যে দায়িত্ব এসে পড়েছে। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের ওপর এসে পড়েছে আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো। এবং এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না। এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন।
কারণ আমাদের ওপরে সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে।... বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। বলা হচ্ছে আমরা একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি।
সিইসি বলেন, এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অফ ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।
বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা অংশ নিয়েছেন।