প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি এ. কে. আজাদ। তিনি ঘোষণা দেন, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারা দেশের সব সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি বলেন, এই প্রতিবাদ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সবার কথায় একটি বিষয়ই উঠে এসেছে, আমাদের এই অপশক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। প্রথম আলোতে হামলার ঘটনার পর দ্য ডেইলি স্টারের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার কথা উল্লেখ করে নোয়াব সভাপতি বলেন, মাহফুজ আনাম সরকারের এমন কোনো সংস্থা বা ব্যক্তি নেই, যাকে ফোন করে নিরাপত্তা চাননি। কিন্তু তিনি কোনো সাহায্য পাননি। যখন সাহায্য এসেছিল, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকের বরাত দিয়ে এ. কে. আজাদ বলেন, সেখানে সব বাহিনী উপস্থিত ছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি।
শীর্ষনিউজ