Image description
 

আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসছে বলে জানা গেছে। খুবই নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রেক্ষিতে উপদেষ্টাদের কারও কারও বিরুদ্ধে সমালোচনা উঠায় এই রদবদল হতে যাচ্ছে।

 

তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিগত ১৬ মাসে উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। আবারও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচনাও হয়েছে কারও কারও বিরুদ্ধে।

এর মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নানা কারণে সমালোচনায় আসেন। তবে সম্প্রতি তারা নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

অন্যদিকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে, জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার ১১ দিন পার হলেও মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে।

অপরদিকে, মূল অভিযুক্ত ফয়সাম করিম মাসুদ কয়েক মাস আগে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে তিন মাসের মাথায় জামিন পাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আইন উপদেষ্টা। যদিও দুই দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন তিনি। আইন উপদেষ্টা বলেছেন, ফয়সালের জামিনের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই, বরং এর সঙ্গে প্রভাবশালী আইনজীবীরা জড়িত।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই দুই উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা ইস্যুতে কয়েকবার পদত্যাগের দাবি উঠেছে।

তবে উপদেষ্টা পরিষদে আগামীকালের রদবদলে কারা থাকছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।