বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। সরকারি এক নির্ভরযোগ্য সূত্রে এতথ্য জানা গেছে। সূত্রটি এও জানায়, আগামী ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ নিবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
দেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে।
সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদিতে। এরপর থেকেই সবার আগ্রহের কেন্দ্রে ছিলো কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি।