Image description

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পর্নোগ্রাফি মামলার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল।

আটককৃতদের পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা সবাই উপজেলার পৌরসদরের চরহোসেনপুর এলাকার বাসিন্দা ও কিশোর বলে জানা গেছে।

জানা যায়, ভুক্তভোগী গৃহবধু নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ভিডিও ধারণ করে।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের কাছে শেয়ার করা হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধু থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করে চরহোসেনপুর এলাকা থেকে ৩ জনকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম বলেন, “ভুক্তভোগী গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে একটি পর্নোগ্রাফি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।”