Image description
 

রাঙামাটির রাজস্থলীতে সড়কের পাশে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

লাশটি পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে ও থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ঐ বৃদ্ধকে গত ৩-৪ দিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।

 

এক পথচারীরা বলেন, অপরিচিত এই বৃদ্ধকে কয়েক দিন ধরে কুতুরিয়া পাড়া ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি হয়তো মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করছেন স্থানীয়রা। তার ডান পায়ে গুরুতর পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মাহফুজ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশটির শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এবং এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।