বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে শুক্রবার ‘ডিজিটাল নিরাপত্তা’ বিষয়ক একটি বিশেষ ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যাংককভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া সেন্টার ও গুগল-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান জটিল ডিজিটাল পরিবেশে শিক্ষাবিদদের সক্ষমতা বৃদ্ধি করা।
বিভাগের প্রভাষক এবং এই প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট পারসন সরওয়ার কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, বর্তমান সময়ে শিক্ষাবিদদের জন্য ডিজিটাল সক্ষমতা অর্জন আর ঐচ্ছিক কোনো বিষয় নয় বরং এটি অপরিহার্য। তথ্য সুরক্ষার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই মাল্টিপ্লায়ার মডেল প্রশিক্ষণ আমাদের প্রতিষ্ঠান এবং দেশজুড়ে নিরাপত্তার একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে। উপাচার্য এসময় শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নিরন্তর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ব্যাংককস্থ এশিয়া সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় গাথিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও খণ্ডকালীন ৩০ জন শিক্ষককে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা, অনলাইন স্ক্যাম ও জালিয়াতি শনাক্তকরণ এবং অপতথ্য প্রতিরোধের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষকরা এখন থেকে 'মাস্টার ট্রেইনার' হিসেবে স্বীকৃত হবেন এবং তারা প্রত্যেকে আরও অন্তত ৩০ জন ব্যক্তিকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী। তিনি এশিয়া সেন্টার ও গুগল-কে তাদের কারিগরি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এশিয়া সেন্টারের সাথে এই অংশীদারিত্ব তৈরিতে বিশেষ ভূমিকা রাখার জন্য ইউল্যাব-এর ভারপ্রাপ্ত উপাচার্য এবং সিজেএন বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলোকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।