গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে দেশে নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত শোক র্যালীতে এই কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি কারও পছন্দ না হলে নিজেরা ১০টা পত্রিকা বের করতে পারে। এভাবে নাশকতা করার পিছনে ষড়যন্ত্র রয়েছে। এ সময় সরকার নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে না পারলে গণঅধিকার পরিষদ ভোটে অংশ নেয়ার বিষয়ে নতুন করে চিন্তা করবে বলেও মন্তব্য করেন তিনি।
সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে।
শীর্ষনিউজ