Image description

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে ব্যালটে সিল দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার ঘটনায় আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল দিয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করার অভিযোগে তিনি সম্প্রতি সমালোচনার মুখে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীগছ এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এছাড়াও একই অভিযানে জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) নামের আরেক নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।