কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাতে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সঠিক সময় নিশ্চিত করতে পারেননি তারা।
সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ের আটটার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুই তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, ভোরে কিছু দুস্কৃতিকারী নির্বাচনী অফিসে আগুন দেয়ার চেষ্টা করেছিল। এতে নিচ তলায় কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।