ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে শনিবার দুপুরে। জানাজায় নিরাপত্তা দিতে ১০০০ বডি ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এদিন বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজা।
ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকার। যারা জানাজায় অংশগ্রহণ করবে তারা কোনো ধরনের ভারী ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে পারবে না।
এছাড়া, জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সরকার।
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌঁনে ছয়টায় ঢাকায় পৌঁছে ওসমান হাদির লাশ। বিমানবন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য আজ সকালে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে লাশ।
শীর্ষনিউজ