Image description

জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কফিন ছুঁয়ে ইনসাফ প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছেন জুলাইয়ের নেতা হাসনাত আব্দুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ফেসবুকের পোস্টে ওই শপথের কথা জানান তারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত তার ফেসবুক পোস্টে কফিনের ছবি শেয়ার করে বলেন, ‘ইনসানিয়াত ছাড়া মুক্তি নাই’- এইটুক কথা আপনার মতো করে আজকে আপনার কফিন ধরা সবাই যদি বুঝতো, দেশটা নিশ্চিত ইনসাফের হইতো।

তিনি আরো বলেন, ‘হাদি ভাই, আপনার ইনসানিয়াত এবং ইনসাফের নীতি একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

এদিকে, ডাকসু ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে কফিনের ছবি শেয়ার দিয়ে বলেন, শহীদের কফিন ছুয়ে আমাদের শপথ- আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো।

তিনি দোয়া করে বলেন, হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদির মতো কবুল করুন। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার লাশ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।