মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর গোমবাগ ক্যাম্পাসে অবস্থিত সেন্ট্রাল মসজিদে এই গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির আত্মার শান্তি ও উচ্চ মাকাম কামনায় আয়োজিত এই গায়েবানা জানাজায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
এ উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসীকে যথাসময়ে উপস্থিত থেকে গায়েবানা জানাজা ও দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।