ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না মিয়া (১৮) নামের এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টায় উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্ত পিলার ২০২৪/৪ থেকে ভারতের ত্রিপুরার জয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা মো: মুন্নাকে ধরে নিয়ে যায়। তার পর ১৬ ঘন্টা পার হয়ে গেলেও তাকে আটকের কথা এখনও স্বীকার করছে না বিএসএফ।
মুন্না মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটোচালক মো.শাহআলম মিয়ার ছেলে।
শাহআলম মিয়া বলেন, তার ছেলে কে সীমান্ত থেকে ধরে নেওয়ার বিষয়টি এলাকার বাসিন্দাদের মাধ্যমে জানতে পারলেও বিএসএফ তা স্বীকার করছে না। পরে ভারতের জয়নগর এলাকায় থাকা তার এক আত্বীয়ের মাধ্যমে জানতে পারেন তারা মুন্না কে জয়গনর বিএসএফ ক্যাম্পে দেখেছেন। তিনি জানান মুন্না অটো চালাত। তিনি জানতে পেরেছেন মুন্না ত্রিপুরার কোতোবালি থানায় আটক রয়েছেন। আগামীকাল তার জামিন হতে পারে।
মুন্নার বাবা শাহআলম মিয়া জানান, বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালেও বিএসএফের সারা পায়নি বিজিবি।